কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে একজন হকারকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ ডিসম্বের) সন্ধ্যায় মহানগরের জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযানকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এক হাকরকে ফুটপাত দখল করে ব্যবসার জন্য জরিমানা করেন। কিন্তু ওই হকার জরিমানা আদায়ে গড়িমসি করতে থাকেন। এসময় উপস্থিত সাংবাদিকরা তার ছবি ও ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। এটি দেখে হকার অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে শুরু করেন। এছাড়া ম্যাজিস্ট্রেটের সঙ্গেও অসদাচরণ করেন। এ কারণে তাকে এসময় আটক করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার জন্য ওই হকারকে জরিমানা প্রদান করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির।