- দুই জুয়াড়ি ও চোরাই পণ্য বহনকারী দুজন আটক
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজন জুয়াড়ি ও দুজন চোরাই পণ্য বহনকারী। চোরাই পণ্য বহনকারী দুজন ট্রাকে করে বড় পাথরের নিচে করে ভারত থেকে অবৈধভাবে আসা চিনি নিয়ে আসছিলেন সিলেট শহরে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বুধবার (১২ মার্চ) বিকালে দক্ষিণ সুরমা থানাধীন নছিবাখাতুন গলির পার্শ্ববর্তী জায়গায় জুয়া খেলারত অবস্থায় মো. আবজল মিয়া (৩০) ও মো. মমিন মিয়া (২৮) নামে দুই জুয়াড়িকে আটক করে থানাপুলিশ।
পরে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
অপরদিকে, সিলেটের শাহপরাণ থানা ও মাজার তদন্ত কেন্দ্রের পুলিশ টিমের অভিযানে ২৭৫ বস্তায় ১৬ লক্ষ ১৭ হাজার টাকার ১৩ হাজার ৪৭৫ কেজি ভারতীয় চিনি দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
আটক দুজন হলেন- মো. জাহাঙ্গীর আলম (২৬) ও মো. সাহিন আলী (২৬)।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।