কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ধর্মপাশায় শ্বশুর বাড়ি থেকে সৌরভ মিয়া নামে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়া থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ। সৌরভ একই ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবন্দ গ্রামের সাজ্জাত মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত মাস আগে সৌরভের সাথে লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে মাহিনূর বেগমের বিয়ে হয়। গত কিছুদিন ধরে মাহিনূর বেগম তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত শনিবার রাতে সৌরভ তার শ্বশুর বাড়িতে যায়। এ সময় তার শ্বশুর-শাশুড়ি বাড়িতে ছিলেন না। রাতে খাওয়া দাওয়ার পড়ে সৌরভ ও মাহিনূর দুজনই একই ঘরে শুয়ে পড়ে। ভোরে মাহিনূর ঘুম থেকে ওঠে দেখে সৌরভ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলছে। এ সময় মাহিনূরের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়৷ পুলিশ খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন৷
ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, মত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(রিপোর্টার : মো. আব্দুল হালিম)