‘সাংবাদিকতাও আয়নাঘর হয়ে গিয়েছিলো’

কওমি কণ্ঠ ডেস্ক :

গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা নিজেও একটা আয়নাঘর হয়ে গিয়েছিলো বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক,  লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ।

তিনি বলেছেন, যখন জনগণ শাসক বদলাতে পারে না তখন শাসক জনগণ বদলিয়ে ফেলে। আমাদেরকেও বদলে দিয়েছে। যেখানে দুই আড়াই হাজার কিশোর-তরুণকে হত্যা করা হলো বর্বরভাবে। এখনও আমরা সব গল্প জানি না আয়নাঘরের মতো। আয়নাঘর শুধু এক জায়গায় ছিলো না প্রতিটি জায়গায় ছিলো। আপনার এই শহরেও ( সিলেট) ছিলো। ছাত্রলীগের, যুবলীগের আয়নাঘর ছিলো। এমনকি সাংবাদিকতা নিজেও একটা আয়নাঘর হয়ে গিয়েছিলো।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  সিলেটের ইমজা মিলনাতয়নে বই প্রকাশনী প্রতিষ্ঠান চৈতন্যের উদ্যোগে গণঅভ্যুত্থান ও সংস্কৃতির দ্বিধাদ্বন্দ্ব শীর্ষক আলোচনায় এ কথাগুলো বলেন।

তিনি বলেন, একটা খবর এসেছে এক সম্পাদক নিজে রিমান্ডে গিয়ে আলেমদের জিজ্ঞাসাবাদ করেছেন। আমি নিজে অনেক ক্রাইম রিপোর্টারদের চিনি যিনি যারা এসে বলতো- আজ তো ছিলাম। পরে ক্রসফায়ারে দিয়ে দিয়েছে। এই লোকগুলোর মধ্যে আমরা গত ১৫ বছর মিশেছি। এজন্যই আমাদের এই অবস্থা।

চৈতন্যের প্রকাশক রাজীব চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিকর্মী লুবনা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় সদস্য শামসুল বাসিত শেরো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা রনি এবং সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের প্রধান সমন্বয়ক আব্দুল করিম কিম প্রমুখ।