কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’র ব্যানার-ফেস্টুনে অবশেষে যুক্ত হচ্ছে গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের ছবি। তিনি ছাড়াও যুক্ত করা হবে গ্যাজেটভুক্ত সিলেটের বাকি ১৩ শহিদের ছবিও।
বিষয়টি শুক্রবার (১ আগস্ট) রাত ৯টার দিকে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্বৈরশাসক পতনের এই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে সিলেটসহ সারা দেশে ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ এবং এর স্মৃতিতে গণঅংশগ্রহণের লক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সপ্তাহব্যাপী বিশেষ এসব কর্মসূচি পালিত হচ্ছে।
তবে এই উদযাপনী ব্যানার-ফেস্টুনে জুলাই শহিদ আবু সাঈদসহ অনেকের ছবি থাকলেও ছিলো না সিলেটে পুলিশের গুলিতে শহিদ সাংবাদিক এ টি এম তুরাবের মুখ। বিষয়টি নজরে আসার পরই প্রতিবাদমুখর হয়ে উঠেন সিলেটের সাংবাদিকরা।
বিষয়টি নিয়ে শুক্রবার বিকালে কওমি কণ্ঠে "সিলেটে ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’র ব্যানার-ফেস্টুনে জায়গা হয়নি শহিদ তুরাবের!" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে রাত ৯টার দিকে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কওমি কণ্ঠকে বলেন- বিষয়টি নিয়ে আলোচনা-সংবাদ হওয়ায় ভালো হয়েছে। এ বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছি। সাংবাদিক এ টি এম তুরাবসহ গ্যাজেটভুক্ত সিলেটের ১৪ শহিদের ছবি যুক্ত করতে জেলা পরিষদকে বলা হয়েছে।
এর আগে বিশেষ এই সপ্তাহ উপলক্ষ্যে ৩০ জুলাই থেকে লাইটিং করে সাজানো হয় সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ দিনগুলোর ছবি-সংবলিত ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে কিন ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে বন্দরবাজার হয়ে রিকাবীবাজার পর্যন্ত।
এসব ব্যানার-ফেস্টুনে লেখা-
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন
আমার চোখে জুলাই বিপ্লব
জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ
৩০ জুলাই ২০২৫ হতে ৫ আগস্ট ২০২৫।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বৃহস্পতিবার কওমি কণ্ঠকে জানিয়েছেন- মন্ত্রণালয়ের নির্দেশে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ পালিত হচ্ছে। এতে রয়েছে- জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও-চিত্র প্রদর্শনী, জনসাধারণের স্মৃতি রোমন্থনসহ বিভিন্ন কর্মসূচি। ৩ আগস্ট বিকালে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী কিন ব্রিজ পরিদর্শন করবেনএবং পরে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে ভিডিও-চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে প্রদর্শনী চলবে ৫ আগস্ট পর্যন্ত।
‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর’ সপ্তাহ উদযাপনে জেলা পরিষদকে সহযোগিতা করছে সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।