অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ
কওমি কণ্ঠ ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মহাগ্রন্থ কুরআনকে পা দিয়ে চাপ দিয়ে অবমাননার গুরুতর আপরাধের দায়ে আকাশ দাস নামে এক হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দোয়ারাবাজার সদরে এ ঘটনা ঘটে।
আকাশ দাস উপজেলা সদর এলাকার মংলারপুর গ্রামের প্রফুল্ল দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ দাস পবিত্র কোরআন শরীফে পা দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। এ সংবাদ তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে ওই যুবককে ধরে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে আটক করে।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এলাকার সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন তারা। ঘটনার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। স্থানীয় মুসলিম জনতার মাঝে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ করে তাদের শান্ত করে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর