৫ শ শয্যায় উন্নীত হচ্ছে মৌ.বাজার হাসপাতাল

এস আর অনি চৌধুরী, মৌলভীবাজার :

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি হচ্ছে। সম্প্রতি হাসপাতালের ২৫০ শয্যা থেকে বাড়িয়ে ৫০০ শয্যা করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই প্রতিবেদককে তথ্যটি নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। তিনি বলেন, এ জেলায় যোগদানের পর হাসপাতালের শয্যা বাড়ানোর জন্য মন্ত্রীপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে কয়েকবার চিঠি দেন। সর্বশেষ গত জানুয়ারি মাসে ফের চিঠি দিলে তা প্রধান উপদেষ্টার নজরে আসে।

তিনি আরও বলেন, গত ২২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মৌলভীবাজার হাসপাতালের ২৫০ শয্যা থেকে বাড়িয়ে ৫০০ শয্যা করার অনুমোদন দেন। 
হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস এই প্রতিবেদককে বলেন, জেলার স্বাস্থ্যসেবার আরও একধাপ উন্নতি ঘটলো। একইসাথে হাসপাতালের উপর ব্যাপক চাপ কমবে। রোগীরা মানসম্মত চিকিৎসা সেবা পাবে।