কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমায় কয়েক ঘণ্টার ব্যবধানে ফের ঘটলো সড়ক দুর্ঘটনা। দ্বিতীয় দুর্ঘটনায় কেউ মারা না গেলেও গুরুতর আহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুর ও লালাবাজারের মধ্যবর্তী সাতমাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে প্রাইভেট কারের চারজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অব্স্থা আশঙ্কাজনক।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
লালাবাজার ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম মনির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কওমি কণ্ঠকে বলেন- সিলেটগামী প্রাইভেট কার ও সিলেট থেকে ছেড়ে যাওয়া মৌলভীবাজারগামী বাসের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর পুলিশ আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিলেটের দক্ষিণ সুরমায় অতিরবাড়ি এলকায় বাস, পিকআপ ও দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইসাক আলী (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবরা এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে।