কওমি কণ্ঠ ডেস্ক :
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশী অধ্যুষিত এলাকা গার্দুনদে অবস্থিত ফুলকলি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ফ্রান্স, বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) বিকাল ৫টায় আয়োজিত এ সভায় প্রবাসে অবস্থানরত সাবেক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বনাথ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সাবেক বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদ সভাপতি ও সাবেক যুবদল নেতা ইরশাদ হোসাইনকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া সাবেক যুবদল নেতা নজির আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রদল নেতা এনামুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা শামীম আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
নবগঠিত নেতৃবৃন্দ ঘোষণা দেন, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনকে আরও বেগবান করা হবে। একইসাথে আসন্ন জাতীয় নির্বাচনে জননন্দিত নেত্রী তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া এবং তাঁর বিজয় নিশ্চিত করতে দেশ-বিদেশে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    