কওমি কণ্ঠ রিপোর্টার :
এসেছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষ্যে সম্প্রতি সিলেটে গরু ও খাসির গোশত এবং মোরগের দাম নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন।
নির্ধারিত মূল্য অনুযায়ী পবিত্র রমজান মাসের জন্য সিলেট মহানগরে গরুর গোশত ৭৫০ টাকা, খাসির গোশত ১০০০ টাকা, মহিষের গোশত ৬৫০ টাকা, ছাগল ও ভেড়ার গোশত ৯৫০ টাকা, সোনালী মোরগ ৩০০ থেকে ৩২০ টাকা, ব্রয়লার মোরগ ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করতে হবে।
গত ১০ ফেব্রুয়ারি নগরভবনের সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা থেকে এই মূল্য নির্ধারণ করে দেয়া হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন- গরু, মহিষ, খাসী, ভেড়ার গোশত ও মোরগ নির্ধারিত দামে বিক্রি করবেন। ভেজালমুক্ত খাবার বিক্রি করবেন। রমজান মাসে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করবে। ধর্মীয় ও সামাজিক দিক বিবেচনায় হোটেল ও রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের সঠিক সময়ে তাদের প্রতিষ্ঠান খোলা ও বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি। সিলেট আধ্যাত্মিক শহর। তাই মাহে রমজানের পবিত্রতা বজার রাখার স্বার্থে সিনেমার পোষ্টার লাগানো, অযথা মাইকিং ও আপত্তিকর বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকা উচিৎ।