মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা রাখা সেই মাদ্রাসা বন্ধ

কওমি কণ্ঠ ডেস্ক :

বন্ধ করে দেওয়া হলো যশোরের শার্শা উপজেলার ফাতিমাতুজোহারা নামের সেই মহিলা মাদরাসা। মেয়েদের শয়নকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগের পর শনিবার (১২ এপ্রিল) স্থানীয় প্রশাসন ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যৌথ সিদ্ধান্তে এ মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ‘ছাত্রীদের রুমে সিসি ক্যামেরা, মনিটর মাদ্রাসা শিক্ষকের কক্ষে’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন নড়েচরে বসে। এ নিয়ে উপজেলা কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয় ।

পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে মাদ্রাসাটি বন্ধের পাশাপাশি শনিবারের মধ্যে সব ছাত্রীকে পরিবারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, বৈঠকে কওমি বোর্ডের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আনোয়ারুল কামির যশোরীসহ ৩০ জন নেতা উপস্থিত ছিলেন। মাদ্রাসা পরিচালক মাওলানা তরিকুল ইসলাম ঘটনায় নিজের ভুল স্বীকার করে লিখিত ব্যাখ্যা দেন।

প্রসঙ্গত, গত বুধবার এক অভিভাবকের অভিযোগের পর পুলিশ ফাতিমাতুজোহারা মাদরাসার হোস্টেল থেকে দুটি সিসি ক্যামেরাসহ মোট ১৬টি ক্যামেরা জব্দ করে। সেই সময় অতিরিক্ত পুলিশ সুপার (নাভারন সার্কেল) আল নাহিয়ান জানিয়েছিলেন, সংরক্ষিত ফুটেজ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসাটির পাঁচতলা ভবনের নিচতলায় দুই শিক্ষক থাকেন। ওপরের চারটি তলায় আবাসিকে থেকে মেয়েরা লেখাপড়া করে। মেয়েদের শয়নকক্ষে দুটি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরার মনিটর শিক্ষকের কক্ষে ছিল।