কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত মহানগর যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে সহায়তা করে সুনামগঞ্জ জেলাপুলিশ।
এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- সিলেটের বন্দরবাজার এলাকা থেকে চাঁদার জন্য গত ২৮ ফেব্রুয়ারি কাজল মিয়া নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে সিএনজিচালিত অটোরিকশাযোগে তুলে নিয়ে যান মহানগর যুবদলের সদ্যবহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধব ও তার লোকজন। এসময় এ ব্যবসায়ীকে জিন্দাবাজার এলাকায় নিয়ে গিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে ও আরো ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী কাজলকে মারধরও করা হয় এসময়।
এ ঘটনায় পরে কাজল বাদী হয়ে মাধবকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে রোববার সকালে কোতোয়ালি থানার একটি দল সুনামগঞ্জ জেলাপুলিশের সহায়তায় শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে মাধবকে গ্রেফতার করে।
এদিকে, অপহরণ ঘটনার পর সিলেটের ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা জিন্দাবাজারে সড়ক অবরোধ করে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ করেন। পরে মহানগর বিএনপির নেতৃবৃন্দ এসে দোষীর বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
পরে এ রাতেই মাধবকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।