কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের পাথর লুটপাটের ঘটনায় গণশুনানি করেছে মন্ত্রীপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি। বুধবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট সার্কিট হাউজে এই গণশুনানি শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে ৩টার দিকে।
শুনানি শেষে কমিটির আহবায়ক জাহেদা পারভীন সাংবাদিকদের বলেন- আমাদের কমিটি মূলত: দুইটি বিষয় নিয়ে কাজ করছে। এরমধ্যে একটি হচ্ছে- কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কি-না এবং অপরটি হচ্ছে- এমন ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে।
তদন্ত চলমান আছে জানিয়ে জাহেদা পারভীন আরও বলেন- গঠিত কমিটি ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কাজ করছে।
তিনি বলেন- গণশুনানিকালে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলা হয়েছে এবং দ্রুত সাদাপাথরকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নানা ধরনের পরামর্শও গ্রহণ করা হয়েছে।
জাহেদা পারভীন আরও বলেন- ‘পাথর লুট ইস্যুতে সিলেটে দুই দিন অবস্থান করে এর সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত গ্রহণ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত আমলে নিয়ে বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। রাষ্ট্রের দেয়া এ গুরুত্বপূর্ণ দায়িত্বে যেন কোনো ধরনের প্রভাব না পড়ে সেজন্য সকল বিষয় গোপনীয় রেখেই সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।’
গণশুনানিতে অংশগ্রহণ করে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন সিলেট বিভাগীয় কমিশনার, জেলা- উপজেলা ও পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
এছাড়া এতে পরিবেশবাদী সংগঠন, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও সাংবাদিক নেতারাও শুনানিতে বক্তব্য রেখেছেন।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    