ওসমানীনগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদান

যুক্তরাজ্য প্রবাসীর পাঠানো অর্থ  হযরত শাহজালাল (র)  কামিল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এক লক্ষ টাকা প্রদান করেছেন তারি ভাই মোঃ রিপন আহমেদ। এক মার্চ ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়ন  যুক্তরাজ্য প্রবাসী সাদিপুর ইউনিয়ন এর নলি কোনা গ্রামের বাসিন্দা রিপন আহমেদ তত্ত্বাবধানে  এতিম অসহায় ছাত্রদের মাঝে রমজানের খাদ্য বাবত ১ লক্ষ টাকা ও ঈদুল ফিতরের জন্য মাদ্রাসা শিক্ষক ও এতিম অসহায় ছাত্রদের জন্য জামা কাপড় এর জন্য আরও এক লক্ষ টাকা প্রদান করা হয়। 

ওসমানীনগর উপজেলায়  যুক্তরাজ্যে প্রবাসী আরকান আহমেদ এর পাঠানো নগদ অর্থ গ্রহণ করেছেন ব্রাহ্মণ গ্রাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কামিল মাদ্রাসার প্রিন্সিপালে মোহাম্মদ মোশাররফ হোসেন এর হাতে এ টাকা প্রদান করেছেন সাদিপুর ইউনিয়নের  যুক্তরাজ্যে প্রবাসী মো আরকান ভাই  রিপন আহমদ প্রদান করেন ।