কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরে নাতি ইট দিয়ে আঘাত করে নানিকে হত্যা করেছে।
নিহত আজিবা বেগম (১০০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মৃত বদলা (সজ্জাদ) আলীর স্ত্রী।
এ ঘটনায় অভিযুক্ত সুমন আহমেদ (২০) মানসিবক ভারসাম্যহীন বলে জানা গেছে।
আজিবা বেগম সুমনের সম্পর্কে নানি। তার সঙ্গেই সুমন থাকতো।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) রাত অনুমান ১১টায় সুমনের চিৎকর শুনে পাশের ঘরের লোকজন এসে দেখেন আজিবা বেগমের রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে রয়েছেন। তার পাশে বসে সুমন কান্না করছে। পরে তারা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে যান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়- সুমন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তার মা গত ৬ মাস আগে মারা গেছেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান কওমি কণ্ঠকে বলেন- এ ঘটনায় অপ্রকৃতিস্থ নাতিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    