ওপারে হ ত্যা : এখনো হস্তান্তর করা হয়নি শাহেদের লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার হামলায় নিহত শাহেদ মিয়ার (২৫) লাশ এখনো হস্তান্তর করা হয়নি। শনিবার (৮ মার্চ) বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত হস্তান্তর করা হয়নি। নির্ধারিত হয়নি পতাকাবৈঠকে সময়ও। 

এসব তথ্য কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। 

তিনি কওমি কণ্ঠকে বলেন- আমাদেরকে জানানো হয়েছে, ওপারেই লাশের ময়না তদন্ত হচ্ছে। পরে লাশ হস্তান্তর করা হবে। এখনো সে সময় জানানো হয়নি।

বিজিবি জানায়, শুক্রবার (৭ মার্চ) ভোররাতে জৈন্তাপুর সীমান্ত এলাকার ১ হাজার ৩১৯ পিলার সংলগ্ন লাইজুড়ি বাসকোনা এলাকায় ভারতে প্রবেশ করেন শাহেদসহ কয়েকজন। ওপারে খাসিয়াদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খাসিয়ারা শাহেদকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে বিএসএফ মরদেহ নিয়ে যায়।