প্রার্থিতা বাতিল, আপিল করছেন সিলেটের এহতেশাম-ফখরুল

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ছয়টি আসনের মধ্যে প্রথম দিন (৩ জানুয়ারি) বাছাইয়ে স্থগিত হওয়া ৫ জনের মধ্যে চার প্রার্থীর মনোনয়নপত্র গতকাল রবিবার (৪ জানুয়ারি) পুনরায় যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। তবে আটকে যান সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হ। যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব বাতিলের তথ্যের অভাবে তার প্রার্থিতা বাতিল করা হয়। 

তবে তিনি এ বাতিলের বিরুদ্ধে আপিল করছেন বলে রবিবার রাতে কওমি কণ্ঠকে মুঠোফোনে জানিয়েছেন। 

তিনি বলেন- সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র বৈধ হলে আমারটা কেন হবে না? রিটার্নিং কর্মকর্তা দুই প্রার্থীর ক্ষেত্রে দু-ধরণের নীতি অবমল্বন করেছেন। আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো। 

এদিকে, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় সিলেট-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী জমিয়ত নেতা মো. ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয় প্রথম বাছাইয়েই। তিনিও আপিল করবেন বলে রবিবার রাতে কওমি কণ্ঠকে জানান।