২০০৪ সালে প্রতিষ্ঠিত কুরআন সুন্নাহভিত্তিক পরিচালিত সংগঠন ঐতিহ্যবাহী খুদ্দামুল কুরআন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গত ৪, ৫ ও ৬ মার্চ ২০২৫ ইংরেজি ৩দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
প্রতি দিন বাদ তারাবি থেকে মধ্যরাত পর্যন্ত কুরআন সুন্নাহর আলোকে মহতি তাফসির মাহফিলে তাফসির পেশ করেন; মুফতি রেজওয়ান রফিকি, মুফতি মুহাম্মাদ আব্দুল্লাহ, মাওলানা উবায়দুর রহমান হুজায়ফি, মাওলানা আব্দুল মান্নান উসমানি, মাওলানা ইসমাইল বোখারি কাশিয়ানি, মাওলানা শামসুল ইসলাম পাটলী। তাওহিদি জনতার সবান্ধব উপস্থিতিতে ৩ দিনব্যাপী প্রাণবন্ত এই আয়োজনটি গতকাল মুফতি আব্দুল মান্নান উসমানি সাহেবের আখেরি নসিহত ও দুআর মাধ্যমে সম্পন্ন হয়।
মহতি মাহফিলে উলামা-তালাবা, যুবক-তরুণ, মুরব্বি ও সংস্থার উপদেষ্টা, সদস্য, শুভাকাঙ্খীসহ সর্বস্তরের ইসলামপ্রিয় জনতা অংশগ্রহণ করেন।