সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বর্তমান সরকার : ধর্ম উপদেষ্টা

কওমি কণ্ঠ ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জরিপে এসেছে আগের তুলনায় দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ পাহাড়ের মানুষ স্বস্তি ও আরামে আছেন। তারপরও নানা মিথ্যা প্রচারণা চালানো হয়। কেউ মিথ্যা প্রচার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সুবিধা নিতে পারবে না। অন্তর্বর্তী সরকার সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে নরসিংদীতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিধির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর হজ্বের সিন্ডিকেট ভেঙে প্রতি প্যাকেজে এক লাখ টাকা কমিয়েছি। সংশ্লিষ্টদের সাথে হজ প্যাকেজের টাকা আরও কমানোর জন্য কথা বলছি।

ইসলামী সম্মেলন উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয় এসপি স্কুল মাঠ প্রাঙ্গণ। 

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং মাধবদী উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাধবদী থানা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা শওকত হোসেন সরকার, মুফতি ইছাহাক কামালসহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তারা।