সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে এনসিপির কেন্দ্রীয় সংগঠক এহতেশামের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ও সিলেট-১ আসনের প্রার্থী এহতেশাম হক।

শোকবার্তায় তিনি বলেন, ‘একজন সাহসী নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া আমাদের সামনে দৃঢ়তার বহু দৃষ্টান্ত রেখে গেছেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মত ও পথের ভিন্নতা থাকলেও একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী হিসেবে তাঁর ভূমিকা ও ত্যাগ অস্বীকার করার সুযোগ নেই।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এক মহাকালের সমাপ্তি ঘটলো। দেশ হারালো একটি উজ্জ্বল নক্ষত্র, যার ক্ষতি কোনো কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি বারবার সংগ্রাম করেছেন। তার আপোষহীন নেতৃত্বের কারণে দেশ ও জনগণ স্বৈরশাসনের হাত থেকে মুক্ত হয়েছে। দেশ যখন পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আমরা একজন মহান দেশনেত্রীকে হারালাম। এটি দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

এহতেশাম হক বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর নেক আমল কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন।’