কওমি কণ্ঠ রিপোর্টার, মৌলভীবাজার :
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে রবিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কাটারাই বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ ঘটনায় সোমবার (১০ মার্চ) সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।
ওসি জানান, রবিবার রাতে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে গ্রেপ্তার করেন। পরে তাকে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যেতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
ওসি আরও জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের হাতে আটক একজন আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    