কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের সর্দার মর্তুজ আলী (৩৮) ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকরাম আলী।
ডাকাতদলের সর্দার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ জানায়, বিশেষ একটি অভিযানে ডাকাতদের সর্দার মর্তুজ আলীকে গ্রেপ্তারের পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আরো ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেট জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০), শান্তিগঞ্জ থানার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু এবং শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)।
এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, ৮১৯০ টাকাসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকরাম আলী বলেন, পুলিশের একটি বিশেষ টিম রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সর্দার সহ ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।