কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের নাইওরপুল পয়েন্টে ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। বুধবার (১২ মার্চ) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিলেটের শাহপরাণ থানার পীরেরবাজারের বিএডিসি এলাকার জব্বার মিয়ার ছেলে মানিক মিয়ার হীরা (৪০) ও একই থানার খাদিমপাড়ার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ (২৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বুধবার সকালে নাইওরপুল পয়েন্টে ডিউটি করছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার। সকাল ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন শিবগঞ্জের দিক থেকে বেপরোয়া গতিতে আসতে থাকে। এতে ট্রাফিক পুলিশের সন্দেহত হলে সার্জেন্ট সোহান সরকার তাদের থামকে সিগন্যাল দেন।
কিন্তু পুলিশের সিগন্যাল উপেক্ষা করে আরও বেপরোয়া গতিতে তারা পালিয়ে যেতে চায়। এসময় তাদের মোটরসাইকেলটি একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আহত হন। এসময় সার্জেন্ট সোহান সরকার তার সঙ্গীদের নিয়ে ধাওয়া করে প্রথমে একজনকে এবং পরে মিরাবাজারের একটি গলি থেকে অপরজনকে আটক করতে সক্ষম হন।
আটকের পর দুই যুবকের ব্যাগ তল্লাশি করে ধারালো ৩টি অস্ত্র পায় পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।