কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে র্যাব ও পুলিশের পর এবার লুণ্ঠিত পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকার আদর্শ গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করে রাখা ২ লক্ষ ঘনফুট পাথর জব্দ করেছে বাহিনীটি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর নেতৃত্বে উৎমা বিওপি’র একটি টিম আদর্শপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ লক্ষ ঘনফুট পাথর জব্দ করেছে।
এসময় সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী, স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসব পাথর যথাস্থানে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।