কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম আজ সোমবার (২০ অক্টোবর) কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।
এসময় স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা নিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
স্থানীয়রা জানান, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বড় কয়েকটি সমস্যা হচ্ছে- ময়লা-অপরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা প্রদানে অবহেলা, অ্যাম্বুলেন্স অকার্যকর, ডাক্তার-নার্স বেশিদিন না থাকা, লোকবল সংকট এবং ৫১ শয্যাবিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম চালু না হওয়া।
স্থানীয়দের অভিযোগগুলো শুনে সবগুলোই একে একে সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক।
এসময় তিনি বলেন- আমি সবখানেই মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এবং সমস্যার সমাধান করতে যাই। আজও কানাইঘাটে এমন উদ্দেশ্যেই আসা। আপনাদের সব কথা শুনলাম। এখানে এসে আমি নিজেও দেখলাম- অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার বাগাড়। আজই উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে ১৫ জন লোক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন-পুরাতন দুই ভবনেই পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। আপনারাও এ কাজে সহযোগিতা করবেন।
ডিসি আরও বলেন- ধাপে ধাপে বাকি সব সমস্যাও সমাধানের চেষ্টা করা হবে। আমি আজই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এখানের লোকবল সংকটের বিষয়ে কথা বলবো। এছাড়া এখানে যাতে সন্তান প্রসব সেবা সঠিক মতো দেওয়া সেটি নিশ্চিত করা হবে। পাশাপাশি নতুন ভবনটি চালু করার ব্যবস্থা করা হবে শীঘ্রই।
জেলা প্রশাসকের আশ্বাস শুনে উপস্থিত জনতার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। এসময় তারা আবেগাপ্লুত হয়ে ডিসি’র জন্য দোয়া করেন।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    