কওমি কণ্ঠ রিপোর্টার :
কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২৬ রমজান (বৃহস্পতিবার- ২৭ মার্চ) প্রকাশ করা হবে। রোববার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছেন।
বোর্ডেরর প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২৬ রমজান ১৪৪৬ হিজরি মোতাবেক ২৭ মার্চ ২০২৫ ঈসাব্দ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বেফাকের পুরাতন ওয়েবসাইট www.wifaqresult.com-এ প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এ সময় শুধু ২০২৫ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে।’
বেফাক জানায়- প্রাথমিক ফলাফলের মুদ্রিত কপি এ বছর মাদরাসাগুলোতে ব্যাপকভাবে প্রেরণ করা হবে না। যারা হার্ডকপি পেতে আগ্রহী তারা বেফাকের পরীক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন। চাহিদা পেশ করলে পরীক্ষা বিভাগ থেকে সুবিধাজনক সময়ে তা প্রেরণ করা হবে।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১০ ফেব্রুয়ারি। এ বছর সারা দেশে বেফাকভুক্ত ১৭ হাজার ৩৬২টি মাদরাসার ৫ জামাতের (ক্লাস) ৩ লাখ ৪৯ হাজার ৭৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শ্রেণি বা ক্লাসগুলো হচ্ছে- ইবতিদাইয়্যাহ (তাইসির), মুতাওয়াসসিতাহ (নাহবেমির), সানাবিয়া (কাফিয়া), সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া) ও ফযিলত (মিশকাত)।