কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নলকূপ বসানোর সময় পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের আব্দুল মজিদের বসতবাড়িতে নলকূপ বসাতে গেলে পাইপ দিয়ে গ্যাস বের হতে শুরু করে।
খবর পেয়ে বুধবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার জায়গাটি সংরক্ষণের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাকুরাইল গ্রামের আব্দুল মজিদ নামের এক কৃষক বুধবার সকালে বাড়ির উত্তর পাশে মিস্ত্রি ও শ্রমিক দিয়ে অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা প্রায় আড়াই শ ফুট খনন করার পর পানির স্তর পান। পরে তাঁরা খনন (বোরিং) কাজ বন্ধ করে পাইপ উঠাতে শুরু করেন। এর কিছুক্ষণ পরই দেখেন ভূগর্ভ থেকে পানি নয়, বোরিং করা পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আসছে।
বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে উঠে।
খবর পেয়ে সেখানে যান উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেন, জায়গাটি আপাতত সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে শীঘ্রই।