ছাতকে মিছিল দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের ছাতকে মিছিল দেওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. কামরুল হাসান (১৮), একই গ্রামের মো. মুহিবুর রহমানের ছেলে মো. রেদুয়ান ইসলাম (২০) ও মো. হাজির উদ্দিনের ছেলে মো. আরিফ বিল্লাহ আল মামুন জুনায়েদ (২৫)।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন খবর পেয়ে তারা এসে এ ৩ জনকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ। তিনি বলেন- এ তিনজনের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।