সিলেটে বিএনপি নেতার ৪ লাখ টাকা ছিনতাই

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও নগদ চার লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- ঘটনা সর্ম্পকে আমরা অবগত হয়েছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।