কওমি কণ্ঠ ডেস্ক :
গত তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে ‘জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে’ লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, ২০১৪ সালে বিনাভোটের নির্বাচন, ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালে ছিল পাতানো নির্বাচন। দেশের মানুষকে পরপর তিনটি জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে নিবৃত করে রাখা হয়েছে। মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে।
ছাত্রদলের ওই নেতা বলেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশে এখান থেকেই রাজত্ব কায়েম করত। আর ব্যবসায়ীরা ফ্যাসিবাদের দোসর ছিল, এই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য দ্রব্যমূল্য বাড়িয়েছে!
তিনি বলেন, শুধু ফ্যাসিবাদ তৈরি করে দেশের মানুষকেই হত্যা করেনি শেখ হাসিনার সরকার, সাড়ে ১৫ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের গুম করেছে। রাষ্ট্রের প্রতিটি বিভাগ ক্ষতিগ্রস্ত করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতি এসব সমস্যার সমাধান করতে পারে জনগণের নির্বাচিত সরকার। তাই সুষ্ঠু নির্বাচনের কাঠামো তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি তুরাগ খান, সাধারণ সম্পাদক সাইদুর বেপারী, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, শিবচর পৌর ছাত্রদলের সভাপতি মো. সিহাব খান, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খানসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।