গভীর রাতে জনতার হাতে যুবক আটক, অতঃপর...

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় মোগলাবাজার থানাধীন জালালপুর এলাকায় সোমবার দিবাগত গভীর রাতে মাসুক মিয়া নামে এক যুবককে ডাকাত সন্দেহে আটক করে জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার দিবাগত রাত ২টার দিকে জালালপুর এলাকার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মাসুক দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন জাফরাবাদ গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে। আটককালে তার কাছ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা ও বেশ কিছু নগদ টাকা জব্দ করা হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান কওমি কণ্ঠকে বলেন- ডাকাত সন্দেহে স্থানীয় জনতা মাসুক নামের এ যুবককে আটক করে আমাদের খবর দেয়। পরে আমারা গিয় তাকে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি- ওই যুবক সেখানে জুয়া খেলতে গিয়েছিলো। পরে আজ (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়ছে।