কওমি কণ্ঠ রিপোর্টার :
লক্ষাধিক মুসল্লির সমাগমে সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাআত অনুষ্ঠিত হয়েছে শাহী ঈদগাহে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাআতে ইমামতি করেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন।
এর আগে নসিহত পেশ করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
এছাড়া নামাজের খুতবা প্রদান ও নামাজ শেষে মুনাজাত পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)।
মুনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ চেয়ে স্রষ্টার কাছে কান্নায় ভেঙে পড়েন। এছাড়া দেশ, জাতি ও বিশ্বমুসলিমের কল্যাণে দোয়া করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে মুসাফাআ ও মুআনাকায় মেতে উঠেন। এসময় শাহী ঈদগাহে পরম এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
ঈদগাহটিতে সিলেটের প্রশাসনিক ঊচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করেন।