পর্যটকদর খুশি-নিরাপত্তা নিশ্চিতে সিলেটে যত নির্দেশনা

কওমি কণ্ঠ রিপোর্টার :

তথ্য অধিদফতর (পিআইডি) সিলেট কার্যালয় মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রেস নোটে জানিয়েছে- সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন- ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সাইন বোর্ড লাগানো হয়েছে। এছাড়া পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পর্যটন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যেন অতিরিক্ত টাকা আদায় করা না হয়- সেজন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। 

নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এজন্য বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অন্যবারের চেয়ে মানুষের মধ্যে ঈদের উচ্ছ্বাস বেশি ছড়িয়ে গেছে। ঈদের বিকেল থেকেই সিলেট মহানগরের আশপাশের পার্ক ও বিনোদন কেন্দ্র এবং পর্যটন স্পটে ভ্রমণ পিপাসু এবং দর্শনার্থীদের ভিড় ছিলো। 

আজ ঈদের পরদিন থেকে পর্যটন স্পটে প্রচুর পর্যটক সমাগম ঘটছে।