‘মনসুরুল হাসান রায়পুরীর অবদান অসামান্য’

‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ছিলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। তিনি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি আলেম। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে রায়পুরীর অবদান অসামান্য। একজন প্রসিদ্ধ ইসলামি পণ্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। রায়পুরী সব সময় ন্যায় ও ইনসাফের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাকে হারিয়ে দেশ একজন গুণী আলেমকে হারিয়েছে। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।’ 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদ্য মরহুম সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। 

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে টেলিকনফারেন্সে দোয়া পরিচালনা করেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল (সা.) মাওলানা সায়্যিদ আযহার মাদানী।  

সভায় আলোচনা করেন- ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা আব্দুস সালাম রশিদী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ মু. রশীদ আহমদ প্রমুখ।