কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌরএলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মরিয়ম বেগম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে নবীগঞ্জ পৌরসভার গন্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মরিয়ম বেগম বানিয়াচং থানার সানঘর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। তার পরিবার গন্ধা এলাকার একটি বাসায় ভাড়াটে থাকতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম সড়কে খেলাধুলা করার সময় নবীগঞ্জ থেকে গুমগুমিয়া অভিমুখী একটি অটোরিকশার (হবিগঞ্জ-থ১১-৫৮৪৫) নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।