সড়ক দু র্ঘ ট না য় ১০ জন নি হ ত

কওমি কণ্ঠ ডেস্ক :

চট্টগ্রামের লোহাগড়ায় রিলাক্স পরিবহন-মাইক্রোবাস বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন  পাচঁ জন।

ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের ৭ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন মারা যান বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৭ জন পুরুষ। হতাহতের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে সবাই কুষ্টিয়ার বলে জানা গেছে।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ার বন রেন্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে।