সিলেটের ৫ আসন জামায়াতের ‘দখলে’! শরিককে একটি ছাড়

কওমি কণ্ঠ রিপোর্টার :

জামায়াত নেতৃত্বাধীন জোট ছিলো ৮ দলীয়। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) এ জোটে যোগ দেয় আরও দুটি দল, এনসিপি ও এলডিপি। এ জোট এখন ১০ দলের হলেও সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টি-ই দখলে রেখেছে জামায়াত। মাত্র একটি ছাড় দিয়েছে খেলাফলত মজলিসকে। 

জানা গেছে, সমঝোতার অংশ হিসেবে সিলেট–২ আসনে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে ছেড়ে দিয়েছে জামায়াত। এ কারণেই আজ সোমবার (২৯ ডিসেম্বর) শেষ দিন সিলেটের অন্য পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেও সিলেট-২ আসনে কোনো মনোনয়ন জমা দেয়নি দলটি।

এ বিষয়ে জামায়াত ইসলামীর ঢাকা উত্তরের আমির ও সিলেট–৬ আসনে দলটির প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন- সমঝোতার মাধ্যমে সিলেট–২ আসন খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। সে কারণেই বাকি পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও এ আসনের জন্য জমা দেওয়া হয়নি।

প্রথমে জামায়াত ইসলামী সিলেট-২ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানকে প্রার্থী ঘোষণা করেছিলো। 

বাকিগুলোর মধ্যে সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী করা হয়েছে জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ আসনে জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।