কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের বিশ্বনাথে ইয়াবা কারবারের সময় চার যুবককে আটক করে পুলিশে দিয়েছেন জনতা। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বিশ্বনাথ পৌরএলাকার দূর্যাকাপন গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার হাবড়াবাজার ছত্রিশ গ্রামের মরম আলীর ছেলে নুরুল আমিন (২০), একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মে. নাছির উদ্দীন (২৬), ছোরাব আলীর ছেলে ফারুক আহমদ (২৬) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার চিনাকান্দি গ্রামের লিটন মিয়ার ছেলে সুমন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ৪ জনসহ তাদের সহযোগীরা বেশ কয়েক বছর ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। বড় বড় চালান তারা ছড়িয়ে দেন সিলেটসহ সারা দেশে। স্থানীয়রা বিভিন্ন সময় এর প্রতিবাদ করলে তারা হামলা-মামলা করে প্রতিবাদকারীদের হয়রানি করে।
মঙ্গলবার দিবাগত রাতেও তারা দূর্যাকাপন গ্রামের ফটিক মিয়ার বাড়িতে ইয়াবা কেনাবেচা করছেন- এমন খবর পেয়ে জনতা বাড়িটি ঘেরাও করে পুলিশে খবর দেন জনতা। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যাওয়ার সময় এ চারজনকে ইয়াবাসহ আটক করা হয়।
তবে এসময় ইয়াবা বিক্রেতা ফটিক মিয়া (৩৮) পালিয়ে যান। তিনি দূর্যাকাপন গ্রামের আকলুছ আলীর ছেলে।
পুলিশ ঘটনাস্থলে আসার পর আটক চারজনকে জনতা পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ জানায়, আটককৃতরা ইয়াবা কেনাবেচায় জড়িত বলে স্বীকার করেছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী কওমি কণ্ঠকে বলেন- মামলা দায়েরপূর্বক আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে এ চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।