কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে আবারও গোয়েন্দা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে থাকা অবস্থায় দুজনকে আটক করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি শিবগঞ্জ এলাকার আবাসিক গ্র্যান্ড সাউদা নামক হোটেলের তৃতীয় তলার ৩০২ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজরত অবস্থায় এক পুরুষ ও এক নারীকে আটক করে।
আটকরা হলেন- মাজিদুর রহমান (৪০) ও ২। জেসমিন আক্তার (২০)।
পরে এ দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।