কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের মহানগরের বন্দরবাজারে কারিগরি শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ প্রকৌশল শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে আগামীকালের (বুধবার) কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়েন তারা।
জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতিবাদে সিলেটে এ বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মহানগরের বন্দরবাজার এলাকায় সড়ক অবরোধ করে তিনদফা বিরুদ্ধে নানা স্লোগান ও বক্তব্য রাখেন তারা।
প্রায় ঘন্টাব্যাপী সড়কে অবস্থান করে পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাদের সাত দফা দাবি-সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
পরে তারা ঘোষণা করেন- আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মহানগরের চৌহাট্টায় অবস্থান কর্মসূচি পালন করবেন।