কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট বিভাগজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নিয়মিত অভিযানও চলছে। এসব অভিযানে গত ৩ দিনে (রোব, সোম ও মঙ্গলবার) সিলেট বিভাগের অর্ধশতাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যান, মাদকসেবী ও কারবারি, অসামাজিক কার্যাকলাপকারীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত নারী-পুরুষ।
সিলেট জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ :
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর তৃতীয় দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহির, ৮ নং ওয়ার্ড যুবলীগ কর্মী দুলাল আহমেদ (৫০) ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লোহারগাঁওয়ের হারিছ আলীর ছেলে জাহির আলী।
মঙ্গলবার দিনে আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদবীধারী নেতা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনভর সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিসিকের ৩নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নগরীর কাজলশাহ এলাকার আব্দুল হকের ছেলে সাদমান কবির (২৯), একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইছল মিয়ার ছেলে আব্দুর রব হাজারী (৬২), ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি নগরীর ছড়ার পাড়ের বাসিন্দা আব্দুল মুকিতের ছেলে মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক রায়নগর এলাকার বাসিন্দা মুহিবুর রহমানের ছেলে ফজলুর রহমান রনি (৩৭), বিমানবন্দর থানার পিয়ের গাওয়ের বাসিন্দা বামোদ পীরের ছেলে নাজিম উদ্দিন সবুজ (২৫), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাবেকলীগের সভাপতি পশ্চিম পীর মহল্লার বাসিন্দা মিয়াধন খানের ছেলে হাসেম খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমার কামালবাজারের কুড়িগ্রাম এলাকার মুক্তার আলীর ছেলে আনোয়ার হোসেন আফরোজ (৬০), ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মেজরটিলা জাহানপুর এলাকার আয়ান উদ্দিনের ছেলে ইয়ামিন আহমদ (২৪) এবং উপজেলা ছাত্রলীগের সাবকে সহ সভাপতি দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার লিলু মিয়ার ছেলে জাহেদ আহম্মদ (৪২)।
এর আগে রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সিলেট থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ জনেকে গ্রেফতার করা হয়।
আবাসিক হোটেল থেকে ১১ নারী-পুরুষ আটক :
সিলেট মহানগরের বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে মধুচক্র চলা অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১১ নারী-পুরুষ আটক করেছে।
আটককৃতদের মধ্যে ৩ তরুণী রয়েছেন। তারা হলেন- আকমিলা আক্তার (১৯), রুনা খাতুন (৩০) ও হাসিনা বেগম (৩০)।
বাকি ৮ পুরুষ হচ্ছেন- সিলেটের শাহপরাণ থানার হাতুরা গ্রামের লোকমান হোসেন অপু (২৮), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের আলাউদ্দিন (৫০), জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৪), মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উমরা কাফন গ্রামের ইয়াছিল আহমদ (২২), একই গ্রামের শাহবাজ মিয়া (২৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়া (২২), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বড় পাইকুড়া গ্রামের নাজমুস সাকিব (২০) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া মিয়াবাড়ির সুমন মিয়া (৩৩)।
তরুণীর আপত্তিকর ছবি তৈরির অভিযোগে যুবক গ্রেফতার :
সিলেট মহানগরের পীরমহল্লার প্রবাসী এক তরুণীর অশালীন, আপত্তিকর ও বিকৃত ছবি তৈরি করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিন্টু দেবনাথ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়ারপোর্ট থানার পশ্চিম পীরমহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী ও সন্তান নিয়ে ইংল্যান্ড থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি তৈরী করে অপরিচিত মোবাইল থেকে ঐ মেয়ে এবং তার পরিবারের সদস্যদের মোবাইলে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে ছবিগুলো পাঠানো হয়। একই সাথে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানি করার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।
সাইফুল ইসলাম জানান, মেয়েটির বাবা বিষয়টি পুলিশকে জানান। এরপর এসএমপি'র সাইবার ইউনিট ছবি পাঠানো মোবাইল ব্যবহারকারীকে সনাক্তকরণের জন্য মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মিন্টু দেবনাথকে শ্রীমঙ্গল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। মিন্টু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
ট্রাকভর্তি চিনিসহ আটক ১ :
সিলেটের কানাইঘাটে অভিযান পরিচালনা করে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩৭ বস্তা চিনি উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।সিলেটের খাবার ও রেস্তোরাঁ
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে কানাইঘাট পৌরসভা এলাকা থেকে এসব চিনি জব্দ করে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কানাইঘাট থানাধীন পৌরসভার অন্তর্গত বায়মপুর শাহবাগ এলাকায় অভিযান পরিচালনা করে একটি ট্রাক ভর্তি ১৩৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় হেলাল উদ্দিন (৩৮) একজনকে আটক করে পুলিশ।
আটক হেলাল সিলেটের গোয়াইনঘাট থানার বারকিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
দলবেঁধে তরুণীর সর্বনাশ, মূল হোতা গ্রেফতার :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়া (৩২) নামে প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকা থেকে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সফর মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নবীগঞ্জ থানার মামলা নং-০৫ এর পলাতক প্রধান আসামী।
পুলিশ জানায়- গত ৬ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানার মামলা নং-০৫ দায়ের করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালায় র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। অভিযানে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।
বালাগঞ্জে আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক :
সিলেটের বালাগঞ্জে পুলিশী অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক এমএ মতিন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বিভাস চক্রবর্তী রনিকে আটক করা হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টা নাগাদ বালাগঞ্জ পূর্ব বাজার থেকে বিভাস চক্রবর্তী রনিকে এবং রাত ৯টা নাগাদ স্থানীয় চানপুর থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এমএ মতিনকে আটক করা হয়।
বড়লেখায় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ ৩ জন গ্রেফতার :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সাহাব উদ্দিন ময়ষট্টি পূর্ব-হাতলিয়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টি এক বিএনপির নেতার করা হামলা-ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী। গ্রেপ্তার অপর আসমি হেলাল আহমদ (৪৭) ও খাইরুল ইসলাম সি.আর ৮৮/২৩ (বিয়ানী) মামলায় ৫৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুলাউড়ায় ৫ জন গ্রেফতার :
মৌলভীবাজারের কুলাউড়ায় গাঁজা সেবন ও বহনের দায়ে পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাদের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মো. রাজু মিয়া, জুনেদ আহমদ, মো. সেলিম, বিধু মালাকার ও নাজির আহমদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এ সময় গাঁজা সেবন ও বহন করার অপরাধে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এর মধ্যে দুইজনকে ৫ দিন করে এবং তিনজনকে ৩ দিন করে এই সাজা দেওয়া হয়।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাকণ রাজ জয় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।