পাঠানটুলায় অ গ্নি কা ণ্ড

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পাঠানটুলা এলাকার নিউ কোয়ালিটি ফার্নিচার এন্ড মান্নান কটন নামের লেপ-তোষকের দোকানের গোডাউনে দুপুর ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ২টি ইউনিট ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।