সারা দেশে তাবলিগের মূলপন্থীদের বিক্ষোভের ডাক

কওমি কণ্ঠ ডেস্ক :


আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) দেশজুড়ে বিক্ষোভ করবে তাবলিগের শুরায়ে নেজামপন্থীরা।

 

টঙ্গীর ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ অনতিবিলম্বে বিচারের দাবিতে এ বিক্ষোভ করবেন তারা।

 

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইল মসজিদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

একই সঙ্গে আগামী ২৫শে জানুয়ারি দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করা হয়েছে।