সিলেট মহানগরের উত্তর কাজীটুলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিগত কয়েকবছর ধরে প্রতিমাসে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
উত্তর কাজীটুলা জামে মসজিদে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে দেশের খ্যাতনামা ধর্মীয় ব্যক্তিত্ব ও বক্তাগণ বক্তব্য রাখেন।
এই ধারাবাহিতায় শুক্রবার (১৮ এপ্রিল) বয়ান করবেন দেশের প্রখ্যাত আলেম বরুণা পীর মুফতি রশিদুর রহমান ফারুক।
এর আগেও তিনি একাধিকবার উত্তর কাজীটুলা জামে মসজিদে বয়ান পেশ করেছেন।
শুক্রবার বাদ এশা থেকে বয়ান করবেন তিনি। এরপর বিশ্ব মুসলিম ও দেশের সার্বিক কল্যাণের জন্য মোনাজাত অনুষ্ঠিত হবে।
এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন আয়োজকবৃন্দ।