মধ্যবিত্ত
তানজিনা আঁখি
চোখজুড়ে তার স্বপ্ন হাজার কিন্তু পকেট ফাঁকা,
আসবে ফিরে সুদিন আবার আশায় বসে থাকা।
যাচ্ছে বেড়ে ঋণের বোঝা নাই তো হাতে টাকা,
চলবেক'দিন এমন করে পরিবারের চাকা!
এমন হাজার চিন্তা নিয়ে কত নিশি কাটে,
দাম বেড়েছে চাল-তেলের আর দাম বেড়েছে পাটে।
বর্গাচাষের ফসল সবই ভাগ হয়ে যায় মাঠে,
মিষ্টি হাসি মুখে থাকে, কষ্টে ভেতর ফাটে।
বলছি আমি পূর্ব পাড়ার কিষান চাচার কথা
দুখের সাথেই লড়াই করেন চান না যথাতথা।
মধ্যবিত্ত মানুষ তিনি দুঃখ মনে গাঁথা,
কষ্ট আবেগ দিয়ে আঁকা দুটি চোখের পাতা।
লেখিকা : শিক্ষক, ছড়াকার, প্রাবন্ধিক ও কবি