ওসমানী শিশু উদ্যানে বেড়েছে প্রবেশ ফি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর অনুমতি ছাড়াই মহানগরের ধোপাদিঘীরপার এলাকার বঙ্গবীর এম এ জি ওসমানী শিশু উদ্যান (যেটি ওসমানী শিশু পার্ক নামে পরিচিত) প্রবেশ ফি বাড়ানো হয়েছে। সদ্যগত ঈদুল ফিতরের পর থেকে এ পার্কে প্রবেশের ফি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আকস্মিকভাবে এভাবে ফি বাড়ানোয় দর্শনার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

পার্কের ফটকে গেলে ‘প্রবেশ ফি ৪০ টাকা (ভ্যাটসহ)’ লেখাটি চোখে পড়ে। এর আগে এখানে প্রবেশ ফি ছিল ৩০ টাকা।

এ বিষয়ে পার্কের কাউন্টারের দায়িত্বরত ব্যক্তি জানান- পবিত্র ঈদুল ফিতরের পর থেকে প্রবেশ ফি বাড়ানো হয়েছে।

পার্কের দায়িত্বশীল একজন জানান, ভ্যাট বাড়ায় পার্কের প্রবেশ ফি বাড়ানো হয়েছে।

ওসমানী শিশু পার্কে দর্শনার্থীদের জন্য রয়েছে প্রায় ২২টি রাইড। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে বাম্পার কার, রোলার কোস্টার ও লাইভ ম্যাজিক শো। এছাড়াও রয়েছে নাগরদোলা, ময়ুর রাইড, ইলেকট্রিক ট্রেইন, এয়ার সাইকেল, বিভিন্ন রকমের স্লিপার, হর্স রাইড, ফ্লাওয়ার রাইডসহ নানা ধরনের রাইড। বেশিরভাগ রাইডের মূল্য ৩০টাকা। বাম্পার কারসহ তিনটি রাইডের মূল্য ৫০ টাকা করে।

এদিকে, প্রবেশ ফি বাড়ানোর বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাই রাফিন সরকার।

তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।

এক প্রশ্নের জবাবে সিইও বলেন, পার্কের লিজের বিষয়ে কিছুটা অস্বচ্ছতা রয়েছে। এ বিষয়ে মামলা-মোকদ্দমাও আছে।

সিসিকের অন্য একটি সূত্র জানায়, লিজ গ্রহীতা তাদেরকে লিজের অর্থ দিতে চাইলেও তারা গ্রহণ করছেন না মামলাজনিত কারণে।

২০০১ সালের ২০ মার্চ প্রায় সাড়ে ৬ একর আয়তনের বঙ্গবীর এমএজি ওসমানী শিশু পার্ক ইজারা প্রদানের জন্য টেন্ডার আহ্বান করে তৎকালীন সিলেট পৌরসভা। জমা পড়ে ৫টি টেন্ডার। ১৫ এপ্রিলের পৌর পরিষদের সভায় নগরীর কুয়ারপারের ফরিদাবাদের বাসিন্দা মিজান আজিজ চৌধুরী সুইটকে ৫ বছর মেয়াদে ইজারা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। ২০০১ সালের ৯ মে মিজান আজিজ চৌধুরী সুইটের সঙ্গে ইজারা চুক্তি সম্পাদন করে তৎকালীন সিলেট পৌরসভা। ৫ বছর মেয়াদে ইজারা পান মিজান আজিজ চৌধুরী সুইট। এরপর থেকেই শিশু পার্কটি মিজান আজিজ চৌধুরীর তত্বাবধানে পরিচালিত হচ্ছে। পার্কের লিজের অস্বচ্ছতা নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।