সিলেটে মারামারির মামলায় সাংবাদিককে হয়রানিমূলক আসামি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে মহানগরের মাছিমপুরে দুপক্ষের মারামারির ঘটনায় এক পক্ষের দায়েরকৃত মামলায় সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং শ‍্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেলকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। কারণ- ঘটনার সময় তিনি কক্সবাজার ছিলেন।

জানা যায়, ১১ এপ্রিল রাত ১০টায় মাছিমপুরে দুপক্ষের মারামারির ঘটনায় আলী আরশাদ খাঁন নামের একজন বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাংবাদিক রেজা রুবেলকে ৭ নম্বর আসামি এবং  উদ্দেশ্যমূলকভাবে যুবলীগ নেতা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়- ঘটনার সময় রেজা রুবেল উপস্থিত ছিলেন। অথচ ঘটনার ৪ দিন আগে সাংবাদিক রেজা রুবেল বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যান এবং ঘটনার দিন তিনি সেখানেই অবস্থান করছিলেন। পরের দিন তিনি সিলেট ফিরেন।

এ বিষয়ে সাংবাদিক রেজা রুবেল কওমি কণ্ঠকে বলেন- আমাকে হয়রানির উদ্দেশ্যে এ মামলায় মিথ্যা আসামি করা হয়েছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. সজীব খাঁন কওমি কণ্ঠকে বলেন- বিষয়টি আমরা দেখছি।