ছোট ভাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কি, প্রাণ গেলো বড় ভাইয়ের

কওমি কণ্ঠ রিপোর্টার : 

সিলেট সদর উপজেলায় ঝগড়ার সময় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেছে বড় ভাইয়ের। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মুজিবুর রহমান (৫৩) এ গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। তার ছোট ভাইয়ের নাম মুহিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবুর রহমানের সাথে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন মুখ দিয়ে ফেনা বের হয় যায়। অনেকেই এসময় হার্ট অ্যাটাক হয়েছে মনে করে মুজিবুরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান কওমি কণ্ঠকে বলেন- লাশের ময়না তদন্ত হবে। এর রিপোার্ট পেলে জানা যাবে হার্ট অ্যাটাকে নাকি আঘাতের কারণে মৃত্যু হয়েছে। 

ওসি বলেন- এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।