কওমি কণ্ঠ রিপোর্টার :
কেন্দ্র ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত ঘোষণা করা হলো। খুব শীঘ্রই সুযোগসন্ধানীদের সরিয়ে দিয়ে নতুন রূপরেখা ও কর্মপন্থা প্রকাশ করা হবে।
বিষয়টি রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।
তিনি জানান- একটি জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সব কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো। সংগঠনটির আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে জানানো হবে।