বড় জাহাজ কোম্পানি হজযাত্রী পরিবহনে এগিয়ে আসছে না!

  • সারা দেশে ‘ওয়াক্ফ’র আড়াই লাখ একর জায়গা বেদখল

কওমি কণ্ঠ রিপোর্টার :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন- সরকার খরচ কমাতে জাহাজে করে হজ্জযাত্রীদের পরিবহনের সিদ্ধান্ত নিলেও বড় কোনো জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। জাহাজে করে হজ্জযাত্রীদের আনা-নেওয়া করা গেলে ৪০ শতাংশ খরচ কমে যাবে।

রোববার (২৪ আগস্ট) চট্টগ্রাম মহানগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

এর আগে চট্টগ্রাম জেলা ওয়াক্ফ-বিষয়ক সার্বিক কার্যক্রম সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা।

এতে তিনি বলেন- ওয়াক্ফ সম্পত্তি মুসলিম সমাজের আধ্যাত্মিক, শিক্ষামূলক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সম্পত্তি রক্ষা করা আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। সারা দেশে প্রায় ২ লাখ ৫৭ হাজার ৪০০ একর ওয়াক্ফ এর জায়গা বেদখলে রয়েছে। এগুলো উদ্ধার করে সমাজের ভাল কাজে ব্যবহার করতে হবে। ওয়াক্ফ সম্পত্তি সংরক্ষণ ও উন্নয়নে সরকার কাজ করছে। দেশের সর্বত্র অবস্থিত ওয়াক্ফ সম্পত্তি সুরক্ষা, সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য ওয়াক্ফ প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও সম্প্রতি নানা অনিয়ম ও দখলদারিত্ব রোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু করেছে সরকার।

ধর্ম উপদেষ্টা আরও বলেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের খবরটি গুজব। সরকার এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সরকার ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।